ইস্টার্ন ব্যাংকের ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা অনুষ্ঠান

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) আয়োজিত ‘ফ্রিল্যান্সিংঃ   স্মার্ট বাংলাদেশ অভিমুখে যাত্রা’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) রাজধানীর ইবিএল প্রধান কার্যালয়ে আয়োজিত হয় এই আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য রাখছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান।

অনুষ্ঠানের প্যানেলিস্টরা ছিলেন, বানিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রহিম খান, আইসিটি বিভাগের মহাপরিচালক মোঃ মোস্তফা কামাল, ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার, এবং সঞ্চালক বিএফডিএসর চেয়ারপার্সন ডঃ তানজিবা রহমান।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.