গাজায় ইসরাইলি বর্বরতা বন্ধে দ্রুত ব্যবস্থা নিন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার।
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক টেলিফোন সংলাপে পাক প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনী গত ১৪ দিন ধরে যে লাগাতার বোমা হামলা চালিয়ে যাচ্ছে তারও তীব্র নিন্দা করেন কাকার।
ফোনালাপে দু নেতাই গাজা উপত্যকায় ইসরাইলের চলমান আগ্রাসন ও রক্তপাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেয়ার ওপর জোর দেন। এ ছাড়া, ইসরাইলি হামলায় যে সমস্ত মানুষ আহত ও উদ্বাস্তু হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে তাদের জন্য শিগগিরই ত্রাণ সহায়তা পাঠানোরও আহ্বান জানান।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের পক্ষ থেকে এই সংকট সমাধানের জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে এবং ন্যায়বিচার, মানবতা ও আন্তর্জাতিক আইনের নীতিগুলো প্রতিষ্ঠার করতে হবে।
ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে যে মুক্তির জন্য লড়াই চালিয়ে আসছে তার প্রতি পাকিস্তানের পক্ষ থেকে সমর্থন দেয়ায় পাক প্রধানমন্ত্রীকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.