গাজায় ১০ দিনে ফেলা বোমার সংখ্যা আফগানিস্তানে চেয়ে বেশি: ইলহান ওমর

ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের তীব্র সমালোচনা করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মুসলিম মহিলা সদস্য ইলহান ওমর বলেন, আমেরিকা আফগানিস্তানে এক বছরে যে পরিমাণ বোমা ফেলেনি, ইসরাইল ১০ দিনে গাজায় তার চেয়ে বেশি বোমা ফেলেছে।

শুক্রবার দেশটির কংগ্রেসের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর- পার্সটুডে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্দেশে ইলহান ওমর বলেন, আপনার মানবতা কোথায়? আপনি অপরাধযজ্ঞ দেখছেন। আপনি দেখছেন গাজায় বিভিন্ন এলাকা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে, লাশের স্তুপ পড়ে যাচ্ছে। সেখানে দশ দিনে যে পরিমাণ বোমা ফেলা হয়েছে তা আমরা এক বছরেও আফগানিস্তানে ফেলিনি। মানুষ হত্যা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট কোনো পদক্ষেপই নিচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার আহ্বান জানান।

মার্কিন কংগ্রেসের এই প্রভাবশালী সদস্য এর আগেও বলেছেন, গাজায় জাতিগত শুদ্ধি অভিযান চালানো হচ্ছে। গাজার উত্তরাঞ্চল থেকে সেখানকার বাসিন্দাদের সরে যেতে ইসরাইল ২৪ ঘণ্টা বেধে দেওয়ার পর তিনি সেটাকে এক ধরণের জাতিগত শুদ্ধি অভিযান হিসেবে অভিহিত করেছিলেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.