পাকিস্তান সেমিফাইনালে খেলার যোগ্য, প্রশ্ন শোয়েবের

নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপ শুরু করে পাকিস্তান। তারপরের ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়ে দেয় বাবর আজমের দল। কিন্তু এরপরের ম্যাচে ভারতের বিপক্ষে হারতে হয় পাকিস্তাকে। এবার দলটি হারল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হারে নিদারুণ হতাশ শোয়েব আখতার।

এখনও ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সঙ্গে খেলা বাকি আছে পাকিস্তানের। এর মধ্যে ইংল্যান্ড ছাড়া বাকি দলগুলো টানা জয়ের মধ্যেই আছে। এই ম্যাচগুলো নিঃসন্দেহে কঠিন হবে পাকিস্তানিদের জন্যে। এ কারণে দলটির সেমিফাইনালে উঠবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

শোয়েব বলেন, ‘পাকিস্তানের সুযোগ অনেক কম মনে হচ্ছে। ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং সাউথ আফ্রিকার সঙ্গে খেলা আছে। আপনারা আসলেই কি বিশ্বাস করেন, এই পাকিস্তান দল সেমিফাইনালে খেলার যোগ্য? তারা কি সত্যিই শীর্ষ চারে থাকার মতো দল? আমি আপনাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই। দর্শক হিসেবে আপনারাই বলুন। আমি সত্যিই হতাশ।’

বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের হার মেনে নিতে কষ্ট হচ্ছে শোয়েবের। ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই পেসার বাবরের ব্যাটিং নিয়েও খুশি নন। তিনি বলেন, ‘পাকিস্তানের পারফরম্যান্স খুবই হতাশাজনক। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত কেন? আমি জিজ্ঞেস করতে চাই, কেন? আপনি আগে ব্যাট করে ৩২০–৩৩০ রান করে বোলারদের সুযোগ করে দিতে পারতেন। হয়তো তারা প্রতিপক্ষকে আউট করতে পারত। কিন্তু তারা সেটা করেনি। বাবর আজম দারুণ খেলোয়াড়। কিন্তু দারুণ খেলোয়াড়কে দারুণ ইনিংসও খেলতে হয়। নিজের নাম বড় করতে হলে বড় দলের বিপক্ষে খেলে পারফর্ম করতে হবে। পারফর্ম করেই আপনাকে জানাতে হবে, আপনি বড় খেলোয়াড় এবং বড় ম্যাচে বড় রান করতে হবে। কোনো অবস্থাতেই আপনার আশা ছাড়া উচিত নয়।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.