ইসরায়েলি হামলার মুখে অবরুদ্ধ গাজা উপত্যকার মিশরের রাফাহ সীমান্ত ক্রসিং খুলে দেওয়া হয়েছে। মাত্র ২০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে পেরেছে বলে আল-জাজিরা জানিয়েছে।
এ ছাড়া সিএনএন সংবাদকর্মীরা রাফাহ ক্রসিং দিয়ে ত্রাণবাহী ট্রাকের প্রথম বহর অবরুদ্ধ গাজায় ঢুকতে দেখেছেন। মিশর সীমান্ত থেকে এক সিএনএন স্ট্রিংগার জানিয়েছেন যে ত্রাণবাহী ২০ ট্রাক গাজায় প্রবেশের পর সীমান্ত বন্ধ করে দেওয়া হয়।
মিশর থেকে ছোট একটি কনভয় অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং খাদ্য সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করার সত্যতা এক বিবৃতিতে নিশ্চিত করেছে হামাস। হামাসের মিডিয়া অফিস ইতোপূর্বে জানিয়েছিল, আজ যে ত্রাণবাহী ২০ টি ট্রাক গাজায় প্রবেশের কথা রয়েছে তাতে রয়েছে ওষুধ, চিকিৎসা সামগ্রী এবং সীমিত পরিমাণ টিনজাত খাদ্যপণ্য। ৩ হাজার টনের মতো ত্রাণবাহী ২ শতাধিক ট্রাক গাজায় প্রবেশ করার জন্য কয়েকদিন ধরে ক্রসিংয়ের কাছে অবস্থান করছিল।
মিশর এবং গাজার মধ্যবর্তী রাফাহ ক্রসিংটি ইসরাইল অবরোধ করে রেখেছে দীর্ঘকাল ধরে। পুরোপুরি ইসরাইলের নিয়ন্ত্রণে রয়েছে মিশর সীমান্তের ওই রাফাহ ক্রসিং।
Refah Sınır Kapısı'ndan Gazze'ye insani yardım girişi başladı
Sağlık ve temel gıda ihtiyaçlarını taşıyan tırlar, İsrail ablukası altındaki Gazze Şeridi'ne geçiş yapıyor https://t.co/h2Synl4R8J pic.twitter.com/nqsLQE9lZD
— Anadolu Ajansı (@anadoluajansi) October 21, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.