পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানই ফেভারিট: রমিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের পর সমালোচনা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। দলটি নিজেদের পরের ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রমিজ মতে, ‘পাকিস্তানের জন্য ঘুরে দাঁড়ানো কঠিন হবে। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। চেন্নাইয়ে যেকোনো কিছু হতে পারে। স্পিনের বিপক্ষে পাকিস্তানের ব্যাটসম্যানদের যেমন পারফরম্যান্স, এখানে যেকোনো কিছু হতে পারে। যদি স্পিনিং উইকেট হয় তবে আমার মনে হয় আফগানিস্তানই ফেবারিট।’

মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণে হতাশ রমিজ। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের নাখোশ হয়েছেন উসামা মিরের ক্যাচ মিসের ঘটনায়। অস্ট্রেলিয়ার ইনিংসে তখন মাত্র পঞ্চম ওভার। সবে হাত খুলে মার শুরু করেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। অফ স্টাম্পের বাইরে খাটো লেংথে একটি বল করেছিলেন শাহিন শাহ আফ্রিদি। ওয়ার্নার স্ট্রেটের ওপর দিয়ে তুলে মারতে চেয়েছিলেন। যদিও ব্যাটে তা ঠিকমতো লাগেনি। যার কারণে বল উঠে যায় মিড অনে। পাকিস্তানি ফিল্ডার উসামা সেই সহজ ক্যাচটি ছেড়েছেন। দশ রানে জীবন পাওয়া ওয়ার্নার থামেন ১৬৩ রান করে। মূলত এই ক্যাচ মিসের খেসারতই দিয়ে হয়েছে পাকিস্তানকে।

রমিজ আরও বলেন, ‘ক্রিকেটে এমনটা কমই হয় যে, একটা ক্যাচ ছাড়লে তার শাস্তি ম্যাচজুড়ে দিতে হয়। ওসামা মির হালুয়ার মতো একটি ক্যাচ ছেড়েছে, বাচ্চাদের জন্য দেওয়া ক্যাচ ছিল এটি। কিন্তু সে ধরতে পারেনি। তখন ১০ রানে ছিল ওয়ার্নার, পরে সে ১৬৩ রান করেছে। একটি ক্যাচ ছাড়ার এত বড় শাস্তি কোনো দলকে আর পেতে দেখিনি। ওখান থেকেই ম্যাচের রূপ বদলে গেছে। শাহিন যদি তখন ওয়ার্নারকে ফিরিয়ে দিতে পারতেন, তবে অস্ট্রেলিয়াকে চাপে ফেলা যেত। কারণ নতুন বলে একবার যদি আশা–ভরসা পাওয়া যায় তখন সবকিছু অন্যরকম হয়ে যায়। ফিল্ডিং পাকিস্তানের খুবই বাজে ছিল। যে কারণও চাপও তৈরি হয়েছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.