২ মার্কিন জিম্মিকে মুক্তি দিলো হামাস

গাজা উপত্যকায় অপহৃত দুই মার্কিন বন্দিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা হলেন- জিডিথ রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি। গত ৭ অক্টোবর থেকে হামাসের জিম্মি দশায় থাকা মা-মেয়ের মুক্তির সত্যতা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হামাস দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জিম্মি বাকিদের উদ্ধারে তাদের চেষ্টা অব্যাহত থাকবে। একইসঙ্গে ‘জয়ের আগ পর্যন্ত’ ইসরায়েলি বাহিনী তাদের যুদ্ধ চালিয়ে যাবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার পর হামাস বলেছে, ‘কাতারের প্রচেষ্টার প্রতিক্রিয়ায় “মানবিক কারণে” জিম্মি দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়া হয়েছে।’

এদিকে অবরুদ্ধ জনাকীর্ণ এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত বোমাবর্ষণের মুখে লাখ লাখ সাধারণ নাগরিক অবশ্য এখনও প্রতিশ্রুত মানবিক সহায়তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

ইসলামপন্থী সংগঠন হামাস গত ৭ অক্টোবর অতর্কিত আক্রমণে ইসরায়েল থেকে ২০০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। এসব তথ্য জানিয়েছেন ইসরায়েলের কর্মকর্তারা।

অন্যদিকে, হামাসের প্রতিশোধ নিতে একের পর এক বিমান হামলা করে গাজা শহরটিকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত চার হাজার ১৩৭ জন নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ছাড়া কয়েক লাখ ইসরায়েলি সেনা ‘শিগগিরই’ অভিযান শুরুর লক্ষ্যে গাজার সীমান্তে অবস্থান করছে। তবে, এই অভিযান শুরু হলে হামাসের হাতে আটক বন্দিদের জীবন বিপদাপন্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.