তুরস্ক ও মধ্যপ্রাচ্য থেকে কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল

তুরস্ক ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে সব কূটনীতিককে প্রত্যাহার করছে ইসরাইল। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এ পদক্ষেপ গ্রহণ করেছে দেশটি।

নিরাপত্তাগত কারণে তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইরিত লিলিয়ানসহ ইসরাইলি সব কূটনীতিক তুরস্ক ত্যাগ করেছেন। খবর ডেইলি সাবাহর

ইহলাস নিউজ এজেন্সি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সব দেশ থেকেও কূটনীতিকদের প্রত্যাহার করছে ইসরাইল।

একটি সূত্র পরিচয় প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, এটি সাময়িক ব্যবস্থা। এটি স্বল্পমেয়াদে থাকবে।

ইসরাইলের জাতীয় নিরাপত্তা পরিষদ মঙ্গলবার বিকালে তুরস্ক থেকে সব কূটনীতিককে সম্ভব যত দ্রুত সম্ভব ফিরে আসার নির্দেশ দেয়।

বুধবার ইস্তানবুলের কনস্যুলেট জানায়, ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মুখে তারা নিজেদের নিরাপত্তার জন্য চলে যাচ্ছে। কনস্যুলারের এক মুখপাত্র এএফপিকে জানান, সতর্কতার মাত্রা সর্বোচ্চ চারে দাঁড়িয়েছে।

গত বছর ইসরাইল ও তুরস্ক তাদের পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.