রাজধানীর রামপুরা মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের বাসের ধাক্কায় মো. রোকন হাওলাদার (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেল আড়াইটার দিকে দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল-আমিন খালাসী জানান, খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, নিহত ব্যক্তি স্যানিটারি মিস্ত্রি ছিলেন। গতকাল মালিবাগ চৌধুরীপাড়ার আবুল হোটেলের সামনে রাস্তা পারাপারের সময় আকাশ পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন।
পরে গুরুতর অবস্থায় ওই ব্যক্তিকে আলাউদ্দিন নামে এক পথচারী মুগদা মেডিকেলে নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তিনি আরো বলেন, এই ঘটনায় আকাশ পরিবহনের চালক জনিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার রামপুরা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।
নিহত রোকন হাওলাদার মাদারীপুরের কালকিনি থানার মুদ্রাচর গ্রামের মৃত আব্দুল গনি হাওলাদারের সন্তান। কর্মসূত্রে রাজধানীর ভাটারা থানার
অর্থসূচক/এমএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.