মোটর সেবা লিমিটেডের সঙ্গে সমঝোতা চুক্তিতে আবদ্ধ হয়েছে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্যিক সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) চুক্তিটি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, উন্নত সেবা প্রদানের পাশাপাশি বাক্কো সদস্য প্রতিষ্ঠানের কর্মীদের জন্য আকর্ষণীয় ছাড়ে সেবা ও পণ্য ক্রয়ের সুযোগ দেবে মোটর সেবা।
বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পরিচালক মুসনাদ ই আহমেদ এবং মোটর সেবার পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির পরিচালক ইরিয়াসু মেইকে।
সমঝোতা স্মারক স্বাক্ষরের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোটর সেবার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ তানজিরুল বাসার, বাক্কো মেম্বার সার্ভিসেস অ্যান্ড ডেভেলপমেন্ট উপকমিটির চেয়ারম্যান ফয়সাল আহমেদ ও বাক্কো সচিবালয়ের নির্বাহী সমন্বয়ক মোঃ সেলিম সরকার।
উল্লেখ্য, মোটর সেবা উদ্যোগটি ২০২২ সাল থেকে বাংলাদেশে অটোমোটিভ পার্টস বা যন্ত্রাংশের সর্ববৃহৎ ওয়ান-স্টপ অনলাইন বিপণন কেন্দ্র হিসেবে কাজ করে যাচ্ছে।
অর্থসূচক/ এইচএআই
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.