ফিল্ডিং করার সময় প্রতিপক্ষ ব্যাটারকে কখনো রেগে, কখনো তাচ্ছিল্যের সুরে, এমনকি কখনো হেসে হেসে স্লেজিং করে বিপাকে ফেলার চেষ্টা করেন বিরাট কোহলি। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত মাঠে তার আগ্রাসী মনোভাবই এগিয়ে রাখে ভারতকে। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিমকেও বিভিন্ন সময় স্লেজিং করেছেন ভারতের এই তারকা ব্যাটার। কোহলি সবসময় স্লেজিং করলেও তাকে স্লেজিং করে পরিস্থিতি প্রতিকূলে নেয়ার পক্ষে নন মুশফিক।
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের ‘হাই-ভোল্টেজ’ এই ম্যাচের আগে ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টস আলোচনায় এনেছে কোহলির স্লেজিং করার প্রসঙ্গটি। এই ব্যাপারে তারা প্রশ্ন করেছে মুশফিককে।
কোহলি কখনো তাকে স্লেজি করেছে কিনা এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘যখনই তার (কোহলি) বিপক্ষে খেলি, ব্যাট করতে নামলে সে সব সময়ই আমাকে স্লেজিং করে। কারণ, সে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলোয়াড়। কোনো ম্যাচই হারতে চায় না। তার সঙ্গে এই প্রতিদ্বন্দ্বিতাটা খুব ভালো লাগে এবং তার ও ভারতের বিপক্ষে খেলার যে চ্যালেঞ্জ সেসবের মুখোমুখি হতেও ভালো লাগে। সব সময় বোলারদের বলি, যত দ্রুত সম্ভব তাকে আউট করো।’
কোহলি স্লেজিং অব্যাহত রাখলেও মুশফিক অবশ্য তাকে স্লেজিং করতে চান না। বাংলাদেশের উইকেটরক্ষকের ধারণা স্লেজিং করলে বাড়তি প্রেরণা পান কোহলি। আর তাই স্লেজিং করে তাকে বিরক্ত করতে নারাজ মুশফিক।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.