নেতানিয়াহু মিথ্যাবাদী, অসত্য বলছেন: ফিলিস্তিনি রাষ্ট্রদূত

অবরুদ্ধ গাজা উপত্যকার একটি হাসপাতালে বিমান হামলার ঘটনায় ইসরাইলকে দায়ী করে নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। এ হামলা নিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ‘অসত্য’ বলছেন বলেও তিনি অভিযোগ করেছেন।

নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রিয়াদ মনসুর এ কথা বলেন। এ সময় জাতিসংঘে নিযুক্ত অন্যান্য আরব দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর- পার্সটুডে

গাজা উপত্যকা আল-আহলি আল-আরাবি হাসপাতালে মঙ্গলবার রাতে ইসরাইলি বিমান হামলায় প্রায় ৫শ মানুষ নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। ওই পাশবিক হামলায় আহত হয়েছেন অন্তত ৩১৪ জন।

রিয়াদ মানসুর বলেন, আমরা অত্যন্ত কঠোর ভাষায় এ ধরনের কাজের নিন্দা জানাই। আমরা মনে করি, এই অপরাধ ও হত্যাকাণ্ডের জন্য ইসরাইল দায়ী। ঘৃণ্য এই অপরাধের জন্য তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত।

আল-জাজিরার খবরেও বলা হয়েছে, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র এর আগে বলেছিলেন, গাজার হাসপাতালগুলোয় হামলা করা হতে পারে। তাই সেগুলো খালি করা দরকার। অথচ একটি হাসপাতালে হামলা চালিয়ে শত শত ফিলিস্তিনিকে হত্যা করে জনরোষে বেকায়দায় পড়ে যাওয়ার পর এখন তেল আবিব দাবি করছে তারা সেখানে হামলা চালায়নি।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর আরো বলেন, ইসরাইলিরাই এই অপরাধের জন্য দায়ী। ঘটনাটি নিয়ে তারা মনগড়া বক্তব্য দিতে পারে না।

এ হামলার জন্য ফিলিস্তিনের ইসলামি জিহাদকে দায়ী করায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দেন রিয়াদ মানসুর। তিনি বলেন, ইসরাইল এখন ফিলিস্তিনিদের দায়ী করতে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন মিথ্যাবাদী।

হামলার পর তার ডিজিটাল মুখপাত্র এক্সে (সাবেক টুইটার) লিখেছিলেন, হাসপাতালটির কাছে হামাসের ঘাঁটি আছে ভেবে ইসরাইল সেখানে হামলা চালিয়েছে। কিন্তু পরে সেই বার্তা মুছে ফেলা হয়।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.