ফিলিস্তিনিদের প্রতি ফোটা রক্ত মানে ইসরাইলের ধ্বংসের দিকে: ইরানের প্রেসিডেন্ট

ফিলিস্তিনিদের এক ফোটা রক্ত ঝরা মানে হলো ধ্বংসের দিকে দখলদার ইসরাইলের এক কদম এগিয়ে যাওয়া বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি ।

বুধবার তেহরানের ইনকিলাব স্কোয়ারে বিশাল জনসমাবেশে তিনি এ কথা বলেন। গাজার মানুষের বিরুদ্ধে অব্যাহত ইসরাইলি গণহত্যার প্রতিবাদে এই জনসমাবেশের আয়োজন করা হয়েছে। গাজার আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরাইলি বোমা হামলার পর থেকে তেহরানসহ বিক্ষোভে নামেন ইরানিরা। সবচেয়ে বড় সমাবেশের আয়োজন করা হয় ইনকিলাব স্কোয়ারে।

সেখানে প্রধান বক্তা ছিলেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, আজ ইরানি জাতি, মুসলিম জাতি, মানবতা ও সব বিবেকবান মানুষের জন্য শোকের দিন।

ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রায়িসি বলেন, ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে এ ক্ষেত্রে সহযোগিতা করে আরও ছয়টি সংস্থা। কিন্তু তারা গোয়েন্দা ও নিরাপত্তা ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ব্যর্থতার পাশাপাশি তারা গোটা বিশ্বেই ঘৃণিত হয়েছে ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে। ইসরাইল যে অপরাধী এটা বিশ্বের সবাই এখন জানে।

তিনি বলেন, আমেরিকা সর্বাত্মক সহযোগিতা দিয়েও আল-আকসা তুফান অভিযানে যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দিতে পারবে না। গাজায় হাসপাতালে ভয়াবহ হামলার মাধ্যমে ইসরাইল তার নিজের অস্তিত্বই বিলীন করার পদক্ষেপ নিয়েছে। পার্সটুডে

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.