পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স তৃতীয় প্রান্তিকের ( জুরাই-সেপ্টেম্বর,২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার ১৮ অক্টোবর কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পরযালোচনার পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে ৬৯১ কোটি ৯২ লাখ টাকা। আগের প্রান্তিকে কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ ছিল ৭১৩ কোটি ২৬ লাখ টাকা।
অর্থাৎ কোম্পানিটির লাইফ ফান্ডের পরিমাণ কমেছে ২১ কোটি ৩৩ লাখ টাকা।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.