গুলিস্তানে চলছে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ চলছে। বুধবার বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এ সমাবেশ শুরু হয়।

বঙ্গবন্ধুর কনিষ্ঠ ছেলে শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এ সমাবেশ হচ্ছে।

এতে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। প্রধান অতিথির বক্তব্য দিবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগের দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে জিরো পয়েন্ট, গুলিস্তান, স্টেডিয়াম এলাকা লোকারণ্য হয়ে গেছে।

একই দিনে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছে বিএনপি। কাকরাইল মসজিদ থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত হয়েছে তাদের সমাবেশ।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.