ইসলামী ব্যাংকে ডিজিটাল ব্যাংকিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ‘ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাটি ১৬ অক্টোবর ডিজিটাল অ্যাপ সেলফিন, ইন্টারনেট ব্যাংকিং, এমক্যাশ, এটিএম-সিআরএম, খিদমাহ ক্রেডিট কার্ড, পিওএস ও কিউআর কোডসহ ডিজিটাল ব্যাংকিং প্রোডাক্টগুলো সম্প্রসারণ ও গ্রাহকদের জন্য আরও সহজতর করার লক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, মোঃ আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আকিজ উদ্দিন। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিনের সভাপতিত্বে মূল বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান।

সভায় প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, সকল জোন, শাখাপ্রধান, উপশাখা ইনচার্জ এবং সকল জোন ও শাখার ডিজিটাল ব্যাংকিং ইনচার্জগণ উপস্থিত ছিলেন।

 

অর্থসূচক/ এইচএআই

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.