আবারও হাসপাতালে সাকিব

বিশ্বকাপে নিজেদের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তার আগে টাইগার শিবিরে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাকিব আল হাসান। নিউজিল্যান্ড ম্যাচে মাংসপেশীতে চোট পাওয়ার কারণে আজ দ্বিতীয়বারের মতো স্ক্যান করাতে হাসপাতালে নেওয়া হয়েছে এই অলরাউন্ডারকে।

ভারতের বিপক্ষে ম্যাচের আগে আজ বিকেলে ঐচ্ছিক অনুশীলন রয়েছে বাংলাদেশ দলের। স্ক্যানে কোনো বিপদ দেখা না গেলে সেই অনুশীলনে যোগ দিতে পারেন সাকিব।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাট করার সময় চোট পান সাকিব। যদিও পরে ব্যাটিং এবং নিজের কোটার ১০ ওভার শেষ করেছিলেন। ম্যাচ শেষ না করেই তাকে ছুটতে হয়েছে হাসপাতালে। যে কারণে ম্যাচের শেষদিকে মাঠে ছিলেন না তিনি। পরে বিসিবির পক্ষ থেকে জানানো হয়, তার পেশিতে চিড় ধরা পড়েছে।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.