ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের মিরপুর ব্রাঞ্চের মঙ্গলবার (১৭ অক্টোবর) এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে বিনিয়োগকারীদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে ব্র্যাক ইপিএল।
এসময় মিরপুর ব্র্যাঞ্চে, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের চীফ এক্সিকিউটিভ অফিসার আহসানুর রহমানসহ ব্র্যাঞ্চ ম্যানেজার মোঃ সাব্বীর হোসেইন এবং আরো অনেক উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তাদের উন্নত ও আসন্ন গ্রাহক সেবাগুলো বিনিয়োগকারীদের সামনে তুলে ধরে। তাছাড়া পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে। বিনিয়োগকারীদের বিনিয়োগ আরো সহজতর, গতিশীল এবং প্রযুক্তির উৎকর্ষতায় সমকালের চাহিদাসম্পন্ন সেবা প্রদানের লক্ষ্যে খুব শিগ্রই তাদের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর আশা বেক্ত করেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারীরা পুঁজিবাজার বিনিয়োগে তাদের আস্থা, বন্ড মার্কেট নিয়ে তাদের প্রত্যাশা এবং ব্র্যাক ইপিএল স্টকের সেবা নিয়ে তাদের মতামত উপস্থিত কর্মকর্তাদের নিকট তুলে ধরেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.