আরও ইতিহাস গড়া জয় চায় নেদারল্যান্ডস

সাউথ আফ্রিকাকে ৩৮ রানের ব্যবধানে হারানোর মাধ্যমে রীতিমতো ইতিহাসই গড়ল নেদারল্যান্ডস। এবারই প্রথম আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশকে হারানোর স্বাদ পেল ডাচরা। এমন ইতিহাস গড়ার পর অবশ্য থেমে যেতে নারাজ দলটি। এবারের বিশ্বকাপে আরও কিছু ম্যাচ জিততে সংকল্পবদ্ধ ১২ বছর পর বিশ্বকাপ খেলতে আসা দলটি।

বিশ্বকাপের আগেই অবশ্য নেদারল্যান্ডসের কোচ রায়ান কুক জানিয়ে দেন, সেমিফাইনালের জন্য লড়বে ডাচরা। প্রথম দুই ম্যাচে হারলেও সাউথ আফ্রিকাকে হারিয়ে নিজেদের সামর্থ্যর কথা বেশ ভালোভাবেই জানিয়ে দিলো স্কট এডওয়ার্ডসের দল।

ম্যাচ শেষে এডওয়ার্ডস বলেন, ‘আমরা দারুণ গর্বিত। অনেক প্রত্যাশা নিয়ে বিশ্বকাপে এসেছি এবার। অনেক ভালো খেলছিলাম, বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে। তবে আমরা জানি, বাকি ৯টি দলও অনেক ভালো। প্রথম জয়টি পেয়ে রোমাঞ্চিত, আশা করি আরও জয় আসবে।’

গত দুই ম্যাচে নেদারল্যান্ডস হেরেছে মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায়। সাউথ আফ্রিকার বিপক্ষেও হতে যাচ্ছিল তেমনটাই। ১১২ রানেই দলটি হারায় ৬ উইকেট। তারপর সাতে নামা এডওয়ার্ডস খেলেন ৬৯ বলে ৭৮ রানের অসাধারণ এক ইনিংস। বৃষ্টি বাগড়া দেয়ার ম্যাচে ৪৩ ওভারে দলটি তোলে ২৪৫ রান। এতেই চাপে পড়ে যায় সাউথ আফ্রিকা। দলে কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, টেম্বা বাভুমাদের মতো প্রসিদ্ধ ব্যাটাররা থাকলেও ডাচ পরিকল্পনার সামনে কিছুই করতে পারেনি তারা। শেষ ওভারে ২০৭ রানে অলআউট হয় তারা।

এডওয়ার্ড আরও বলেন, ‘সব দলই এখন এমন করে, আমরাও গবেষণা করেছি তাদের নিয়ে। তাদের সঙ্গে আগেও খেলেছি, যেটিও কাজে দিয়েছে। আমাদের ম্যাচআপ কখনো কাজ করে, কখনো করে না। ভালো লাগছে আজ কাজে এসেছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.