ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করেছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, দিনের প্রথম দিকে ইসরাইলি সেনারা এসব হামলা চালায় যাতে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ হোয়াইট ফসফরাস বোমাও ব্যবহার করা হয়েছে।
এদিকে, গতকাল লেবানন থেকে একটি ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের মেতুলা শহরে পড়ে এবং এতে তিন ইসরাইলি আহত হয়। লেবাননের কোনো গ্রুপ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
গত কয়েকদিন ধরে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ এবং ইসরাইলের সেনাদের মধ্যে মাঝেমধ্যেই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এতে আশংকা করা হচ্ছে- লেবানন সীমান্তে যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। খবর- পার্সটুডে
১৯৮০ সালের জেনেভা কনভেনশন অনুসারে, শত্রুর অবস্থান লক্ষ্য করে সরাসরি হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালানো নিষিদ্ধ করা হয়। এই বোমা মানুষ ও পরিবেশের বিরুদ্ধে ব্যবহার করা যাবে না বলে আইন করা হয়। কনভেনশন লঙ্ঘন যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে বলেও উল্লেখ করা হয়। তবে ইসরাইল এই কনভেনশন সবসময় লঙ্ঘন করে আসছে। এর আগেও দেশটির সেনারা গাজা ও লেবাননের ওপর হোয়াইট ফসফরাস বোমা ব্যবহার করেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.