কোহলিকে ৫ বার আউট করেছি, আবার পেলে ভালো লাগবে: সাকিব

ঘরের মাঠে বিশ্বকাপ খেলছে ভারত। এরই মধ্যে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে রোহিত শর্মার দল। বৃহস্পতিবার তারা নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে। এই ম্যাচে বাংলাদেশকে খাটো করে দেখছে না স্বাগতিকরা।

স্টার স্পোর্টসের এক প্রমোশনাল ভিডিওতে ভারতীয় ব্যাটার বিরাট কোহলি জানিয়েছেন, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে কোনো ছোট দল নেই। বড় টুর্নামেন্টে সবাই বড় দলগুলোর দিকে মনযোগ রাখলেও ছোট দলগুলোও যেকোনো সময় যে কাউকে হারিয়ে দিতে পারে।

বিশ্বকাপে মাঠে নামার আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে সাকিবের ইকোনোমিক্যাল বোলিংয়ের কথা তুলে ধরেছেন কোহলি। বাংলাদেশের বিপক্ষেও নিজের সেরাটা দিতে চান এই ভারতীয় ব্যাটার। তিনি জানান, ‘সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। তার বিপক্ষে আমি অনেক খেলেছি। তার কন্ট্রোল দারুণ। অনেক অভিজ্ঞ বোলার সে। নতুন বলে সে দারুণ বোলিং করে থাকে। ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারে। খুবই ইকোনোমিক্যাল বোলিং করে সে। সব বোলারের বিপক্ষে নিজের সেরা খেলাটা খেলতে হয়। যদি না পারেন তাহলে চাপে ফেলবে এবং আপনাকে আউট করার সুযোগ বেড়ে যাবে।’

স্টার স্পোর্টসের সেই ভিডিওতে কথা বলেছেন সাকিবও। তিনি ৫ বার কোহলিকে আউট করেছেন। তিনি বলেন, ‘সে বিশেষ একজন ক্রিকেটার। সম্ভবত মডার্ণ ক্রিকেটে সে সেরা ব্যাটার। আমি ভাগ্যবান তাকে ৫ বার আউট করতে পেরে। যদি তার উইকেট পাই তাহলে দারুণ ব্যাপার হবে।’

ভিডিওর শেষ দিকে হার্দিক পান্ডিয়াও সাকিবের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘সাকিব খুবই স্মার্ট বোলার। অনেক স্মার্ট ক্রিকেটার। অনেক বছর ধরে বাংলাদেশের ভার কাঁধে নিয়েছে।’

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.