পাকিস্তানি রুপিতে সামান্য পতন, মান বেড়েছে টানা ১৬ দিন

টানা ১৬ দিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান বেড়েছে। চলতি অক্টোবর মাসের ১ তারিখে দেশটিতে প্রতি ডলার কিনতে খরচ করতে হতো ১৮৬ দশমিক ৭৬ রুপি। গতকাল এক ডলারের পেছনে ব্যয় করতে হয়েছে ২৭৬ দশমিক ৮৩ রুপি। অর্থাৎ এই সময়ের মধ্যে প্রতিদিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান বেড়েছে।

তবে এক দিনের হিসেবে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান কমেছে। সোমবার (১৬ অক্টোবর) ১ ডলার কিনতে খরচ করতে হয়েছে ২৭৬ দশমিক ৮৩ রুপি। আর আজকে কিনতে ব্যয় করতে হয়েছে ২৭৭ দশমিক ০৩ রুপি। অর্থাৎ এই একদিনের ব্যবধানে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান কমেছে দশমিক ০৭ শতাংশ।

এদিকে ২০২২ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে ২০৪ রুপিতে ১ ডলার পাওয়া যেত। এরপর থেকে ডলারের বিপরীতে মান হারাতে থাকে পাকিস্তানি রুপি। সবচেয়ে বেশি মান কমে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। ঐ মাসের ৫ তারিখে এক ডলার ক্রয় করতে খরচ হয়েছে ৩০৭ দশমিক ১ রুপি। এরপর থেকে আবার ডলারের বিপরীতে মান ফিরে পেতে শুরু করে পাকিস্তানি মুদ্রা।

দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। অনেক আগে থেকেই দেশটির মুদ্রার বিপরীতে ডলারের দাম বাড়তে ছিলো। লম্বা সময় পরে চলতি মাসে এসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে।

সংকট যখন তুঙ্গে তখন দেশটির বিশ্লেষকেরা বলেছিলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে পাকিস্তান সরকারের অচলাবস্থার কারণে ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার রেকর্ড পতন হয়।

এদিকে ইসরায়েল–হামাস সংকটের প্রভাবে ভারতীয় মুদ্রা রুপির ব্যাপক দরপতন হয়েছে। দরপতন ঠেকাতে ডলার বিক্রি করছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। এ সংকটে আশপাশের দেশগুলো জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। সে কারণে অপরিশোধিত তেলের দাম যেমন বাড়ছে, তেমনি মার্কিন মুদ্রা ডলারও শক্তিশালী হচ্ছে।

গতকাল দিন শেষে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান দাঁড়ায় ৮৩ দশমিক ২৮। ভারতের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই রিজার্ভ থেকে ডলার বিক্রি করেও রুপির দরপতন ঠেকাতে পারেনি।

অর্থসূচক/এমএইচ/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.