দখলদার ইসরায়েলের অপরাধযজ্ঞ অব্যাহত থাকলে প্রতিরোধ সংগ্রামী তথা মুসলমানদের কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ।
মঙ্গলবার ইরানের শিক্ষাঙ্গনের একদল শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করতে এলে তিনি এ কথা বলেন। ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খবর- পার্সটুডের
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, কিছু প্রতিরোধ সংগঠনকে থামাতে যারা ইরানের প্রতি আহ্বান জানাচ্ছে এ বিষয়টি তাদের জেনে রাখা উচিত এবং তাদের এ ধরনের আশা করা উচিত নয়।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.