এসআইবিএল এ সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশনের উদ্বোধন

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সুইফট পেমেন্ট প্রি-ভ্যালিডেশনের উদ্বোধন করেছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইফটের মিডল ইস্ট, আফ্রিকা, সাউথ ও সেন্ট্রাল এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সিডো বেস্তানি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান আকমল হোসেন, সুইফট ইন্ডিয়ার রিজিওনাল হেড কিরন শেঠী এবং সুইফট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অর্পিতা ঘোষ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.