জার্মানিতে সপ্তাহান্তে ফিলিস্তিনপন্থিদের প্রচুর সমাবেশ হয়েছে। তার মধ্যে কিছু বিক্ষোভ সমাবেশের অনুমতি দেয়া হয়েছিল। আবার কিছু নিষিদ্ধ ঘোষণা করা হয়। বার্লিনের সিটি সেন্টারে জমায়েত করেছিলেন বেশ কিছু মানুষ। তারা ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দেখাচ্ছিলেন। কিন্তু সমাবেশে হামলা চালায় পুলিশ।
ভিডিওতে দেখা যায়, সমাবেশে হামলা চালিয়ে পুলিশ সেখান থেকে কয়েকজনকে আটক করে নিয়ে যাচ্ছে।
বার্লিন পুলিশ জানিয়ে দেয়, তারা এই বিক্ষোভ দেখাতে পারবেন না। কারণ, ইতিমধ্যে এই বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আয়োজকরা নামবদল করে বিক্ষোভ দেখিয়েছেন। তাই তার অনুমতি দেয়া যাচ্ছে না। প্রচুর মানুষ ফিলিস্তিনি পতাকা ও প্রতীক নিয়ে উপস্থিত হয়েছিলেন। আয়োজকদের সঙ্গে যখন কথা হয়েছিল, তখন তারা যা বলেছিলেন, তার সঙ্গে এই প্রতিবাদের চেহারা মেলেনি। তাই এই ইভেন্ট আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই তা নিষিদ্ধ ঘোষণা করা হয়। মানুষকে চলে যেতে বলা হয়। প্রথমে তারা যেতে চায়নি। পরে তাদের শান্ত করা হয়।
সংবাদসংস্থা এএফপি-কে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘প্রায় এক হাজার বিক্ষোভকারী জমায়েত হয়েছিলেন। কিছু ক্ষেত্রে পুলিশকে বলপ্রয়োগ করতে হয়েছে।’
গত শনিবার ফ্র্যাংকফুর্টে স্থানীয় আদালত ফিলিস্তিনপন্থি বিক্ষোভের অনুমতি দেয়নি। বিক্ষোভকারীরা আসার পর তাদের চলে যেতে বলা হয়।
কোলোনে আবার স্থানীয় কোর্ট এই বিক্ষোভে অনুমতি দেয়। পুলিশ আগে এই অনুমতি দেয়নি। তাদের যুক্তি ছিল, ইসরায়েলিদের একটি বিক্ষোভের কাছে এই বিক্ষোভ দেখানোর অনুমতি দিলে সমস্য়া হতে পারে। ডুসেলডর্ফে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভের অনুমতি দেয়া হয়েছিল। সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ, এপি, এএফপি
Police arrest protesters as thousands join pro – #Palestinian rally in #Berlin#Germany pic.twitter.com/ftUz7NSK3Q
— Ruptly (@Ruptly) May 16, 2021
Over 1,000 people took part in an Palestinian rally at #PotsdamerPlatz in #Berlin today. The German police cracked down on the protesters, brutally arresting dozens of them. pic.twitter.com/mYDeuZ08EJ
— Darth Intra (@darthintra) October 15, 2023
As terrorist attacks by Hamas militants on Israel continue, Berlin banned a pro-Palestinian rally.
“We want to reaffirm our continuing solidarity with Palestine in the face of the Israeli occupation that is at the root of this conflict,” says @PalestinSpricht's Tobias den Haan. pic.twitter.com/IkKKrLhybF
— DW Freedom (@dw_freedom) October 13, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.