যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি শিশুকে হত্যা

আমেরিকার ইলিনয় অঙ্গরাজ্যে ৭১ বছর বয়সী এক শ্বেতাঙ্গ উগ্রবাদী ৬ বছরের এক ফিলিস্তিনি বংশোদ্ভূত শিশুকে গুলি করে হত্যা করেছে। শিশুটিকে ওই ব্যক্তি ২৬ বার ছুরি দিয়ে আঘাত করে এবং তার মৃত্যু নিশ্চিত করে। এ ঘটনায় শিশুটির মা গুরুতরভাবে আহত হয়েছেন।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইসরাইল লাগাতার হামলা চালিয়ে শত শত মানুষকে প্রতিদিন হত্যা করছে এবং মার্কিন গণমাধ্যমগুলো যখন অব্যাহতভাবে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে তখন এই মর্মান্তিক ঘটনা ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শিশুটিকে হত্যা ও তার মাকে মারাত্মকভাবে আহত করার পর উগ্রবাদী শ্বেতাঙ্গের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। শিশুটির মাকেও ছুরি দিয়ে কয়েকটি আঘাত করা হয়েছে তবে আশা করা হচ্ছে- তিনি বেঁচে যাবেন।

শিকাগো থেকে ৪০ মাইল দূরের প্লেইনফিল্ড উপশহরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। হত্যাকাণ্ডের সময় উগ্রবাদী শ্বেতাঙ্গ লোকটি চিৎকার করে বলেছে, তোমরা মুসলমান, তোমাদেরকে অবশ্যই মরতে হবে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.