আমি প্রচণ্ড হতাশ: বাটলার

গতকালের ম্যাচে বিশ্বকাপে হয়েছে অনেক বড় অঘটন। স্কোর বোর্ডে ২৮৪ রান তুলে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৯ রানে হারিয়ে দেয় আফগানিস্তান। সময়টা ভালো যাচ্ছে না বাটলারের দলের। আসরে তিন ম্যাচ খেলে দুটোতেই হেরেছে দলটি। এদিকে হট ফেভারিট হয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আর সেই ইংল্যান্ডকেই কিনা হারিয়ে দিলো আফগানিস্তান।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত হয় দলটি। পরের ম্যাচে অবশ্য বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দেয় তারা। তারপর তৃতীয় ম্যাচে এসে তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে হেরে গেল ইংল্যান্ড।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাটলার বলেন, ‘অবশ্যই, এটা বিশাল এক ধাক্কা। টুর্নামেন্ট শুরুর আগে প্রথম তিন ম্যাচ নিয়ে ভিন্ন পরিকল্পনা ছিল। আমি প্রচণ্ড হতাশ। আমরা দারুণ পারফর্ম করার জন্য এসেছিলাম। আজ একদম বিধ্বস্ত হয়ে গেছি। আফগানিস্তানের জয়টা প্রাপ্য।’

তবে এমন খারাপ অবস্থান থেকেও দলকে সেমিফাইনালে তুলতে বদ্ধ পরিকর বাটলার। ইংল্যান্ডের অধিনায়ক আরও বলেন, ‘আমাদের ভিন্ন মেজাজ দেখাতে হবে, প্রবল বিশ্বাস নিয়ে প্রতিরোধ দেখাতে হবে। আমাদের দুর্দান্ত কিছু খেলোয়াড় আছে, আমরা পর্যাপ্ত ভালো খেলিনি কিন্তু নিজেদের ওপর বিশ্বাস আছে। আমরা এমন এক পরিস্থিতিতে পড়েছি যেখান থেকে উঠে দাঁড়াতে হলে নিজেদের সবচেয়ে সেরা ক্রিকেট খেলতে হবে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.