প্রতিকূল আবহাওয়ার কারণে ইসরাইল ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান স্থগিত করেছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস। যদিও এরমধ্যে গাজা সীমান্তে কয়েকশ ট্যাংক এবং অন্তত এক লাখ সেনা জড়ো করেছে তেল আবিব।
এর আগে স্থল অভিযান চালানোর ক্ষেত্র প্রস্তুত করতে গত শুক্রবার সকালে গাজার উত্তরাঞ্চল থেকে ২৪ ঘণ্টার মধ্যে ১১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরাইল। এরপর ওই সময়সীমা আরও ৬ ঘণ্টা বাড়ানো হয় যা শনিবারই শেষ হয়ে যায়।
নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে রাশা টিভি জানিয়েছে, এখনই স্থল অভিযান শুরু করছে না ইসরাইল। অভিযানের ব্যাপকতার পাশাপাশি হামাসের পক্ষ থেকে যে শক্ত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয়েছে তাতে স্থল অভিযান চালাতে গেলে ইসরাইলি সেনাবাহিনীকে চড়া মূল্য দিতে হতে পারে।
অজ্ঞাত ইসরাইলি সেনাসূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, প্রাথমিকভাবে রোববার (১৫ অক্টোবর) স্থল অভিযান শুরু করার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তা কয়েক দিনের জন্য স্থগিত করা হয়েছে; এর একটি কারণ বৈরি আবহাওয়া। গাজা উপত্যকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি হলে ইসরাইলি স্থলবাহিনীকে যুদ্ধবিমান ও ড্রোনের মাধ্যমে পৃষ্ঠপোষকতা দেয়া সম্ভব হবে না।
ইসরাইল দাবি করছে, তারা গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করতে স্থল অভিযান চালাবে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহকে ‘সম্পূর্ণ ধ্বংস’ করার ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালিয়েছিল ইসরাইল। কিন্তু হিজবুল্লাহ ইসরাইলি বাহিনীকে ৩৩ দিন ধরে ঠেকিয়ে রাখে এবং শেষ পর্যন্ত হিজবুল্লাহ যোদ্ধাদের হাতে ব্যাপকভাবে মার খেয়ে দক্ষিণ লেবানন থেকে পালাতে বাধ্য হয় তেল আবিব। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.