ইসরায়েল আবারও গাজা উপত্যকা দখলের চেষ্টা করলে তা বড় ভুল হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি সেনাদের গাজায় স্থল হামলার প্রস্তুতির মুখে সোমবার ফরাসি সংবাদমাধ্যম সিবিএস নিউজকে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করেন।
সিবিএস নিউজের সিক্সটি মিনিট অনুষ্ঠানে বাইডেনকে প্রশ্ন করা হয়- আমেরিকার মিত্র যদি গাজা দখল করে তাহলে আপনি সমর্থন দেবেন কি? জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি, এটা বড় ভুল হবে।’ তবে তিনি দুটি পৃথক রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, হামাস সব ফিলিস্তিনির প্রতিনিধিত্ব করে না। তবে সেখানে অভিযান চালিয়ে চরমপন্থিদের বের করে দেওয়া জরুরি। এ কাজে ফিলিস্তিনি কর্তৃপক্ষকে প্রয়োজন। একটি ফিলিস্তিন রাষ্ট্রের দিক নির্দেশনা প্রয়োজন।
গাজা অভিযানে মার্কিন সেনারা অংশ নেবে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে করি এর প্রয়োজন নেই। ইসরায়েলের সুদক্ষ সেনাবাহিনী আছে। তাদের যা যা প্রয়োজন আমরা তা দিয়ে সহায়তা করবো। এ ছাড়া গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপে খাদ্য, জ্বালানি এবং সুপেয় পানি সরবরাহ বন্ধ আছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাইডেন। সেখানকার বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করার আহ্বান জানিয়ে এসব প্রয়োজনীয় জিনিসি সরবরাহে যুক্তরাষ্ট্র কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি।
গত ৭ আগস্ট ইসরায়েলে হাজারো রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত পেরিয়ে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ ইরসায়েলি নিহত হন। ওইদিন থেকে গাজায় বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। ক্রমাগত বোমা হামলায় প্রায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে আড়াই হাজার ফিলিস্তিনি। ধ্বংসস্তূপে চাপা পড়ে নিখোঁজ হাজারো মানুষ। এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমর্থনে ইতোমধ্যে দুইটি রণতরী পূর্ব ভূমধ্যসাগরে মোতায়েন করেছে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.