ইসরাইলি হামলা বন্ধ না হলে যুদ্ধ ছড়িয়ে পড়বে: ইরান

ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইল তার পাশবিক হামলা অব্যাহত রাখলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসরাইল যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে অপরাধযজ্ঞ অব্যাহত রেখে নিজের পরাজয়ের ক্ষতি পুষিয়ে নিতে চায় তাহলে যুদ্ধের পরিধি ব্যাপকভাবে বিস্তৃত হবে। গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের চলমান অপরাধযজ্ঞ থামাতে পশ্চিমা দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব রয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেন তিনি। ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ফ্রান্সের মাধ্যমে ইরানের প্রেসিডেন্ট তার সতর্কবাণী তেল আবিবকে পৌঁছে দেন।

অবিলম্বে গাজার আবাসিক এলাকাগুলোর ওপর ইসরাইলি বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানিয়ে রায়িসি বলেন, গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে সেখানকার পানি, বিদ্যুৎ ও জ্বালানীসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ আবার চালু করতে হবে। যুদ্ধের বিস্তৃতি বন্ধ করার জন্য এসব পদক্ষেপও অত্যন্ত জরুরি বলে জোর দিয়ে তিনি উল্লেখ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসরাইল পশ্চিমাদের চোখের সামনে বারবার আন্তর্জাতিক আইন ও কনভেনশন এবং কথিত শান্তি চুক্তি লঙ্ঘন করে গেলেও কেউ তাকে কিছু বলছে না। কিন্তু সামনের দিকে এভাবে আর চলবে না বলেও তিনি সতর্ক করে দেন।

ফোনালাপে গাজা উপত্যকায় সংকট বিস্তারে উদ্বেগ প্রকাশ করেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাকরন। তিনি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইরানকে তার প্রভাবশালী ভূমিকা কাজে লাগানোর আহ্বান জানান। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.