হামাস-ইসরায়েল যুদ্ধে সরাসরি জড়াতে পারে ইরান

হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলমান থাকলে ইরান সরাসরি জড়িয়ে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান রোববার (১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন।একই সঙ্গে তিনি লেবাননের সঙ্গে ইসরায়েলের উত্তর সীমান্তে নতুন যুদ্ধক্ষেত্র তৈরি হওয়ার সম্ভাবনার বিষয়টিও উল্লেখ করেন।

‍সুলিভান বলেন, যুদ্ধ চলমান থাকলে ইরান কোন না কোন ভাবে এই সংঘাতে সরাসরি জরিয়ে পরতে পারে। এই সম্ভাবনা উড়িয়ে দেওয়ার কোনো কারণ নেই। সামনের সকল ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত আমাদের থাকতে হবে।

লেবাননের দক্ষিণাঞ্চলে সীমান্তজুড়ে ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গত কয়েক দিন ধরেই ইসরায়েলি সামরিক বাহিনীর হামলা-পাল্টা হামলা চলছে। রোববার হিজবুল্লাহরা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে অন্তত এক ইসরায়েলি বেসামরিক নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

ফিলিস্তিনের স্বাধীনতা প্রত্যাশী আরেকটি গোষ্ঠীও লেবাননের দক্ষিণের ওই সীমান্ত এলাকায় রয়েছে। তারাও ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা ও অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে, গাজাকে ইসরায়েলি সৈন্যদের সমাধিক্ষেত্রে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। রোববার (১৫ অক্টোবর) কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর সংবাদমাধ্যম আলজাজিরার সঙ্গে সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে আমির-আব্দুল্লাহিয়ান জানান, ইসরায়েলি সৈন্যরা গাজায় ঢুকলে, তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলে তার পুতুলকে (ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু) রক্ষায় উঠেপড়ে লেগেছে। আর নেতানিয়াহুও গাজাকে পুরোপুরি দখল করে নেওয়ার স্বপ্ন দেখছেন। ইরান সরকার এখন চুপ করে থাকলেও, সময়মতো জবাব দিতে ভুল করবে না।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.