মর্গে জায়গা নেই, আইসক্রিমের ফ্রিজে রাখা হচ্ছে ফিলিস্তিনিদের লাশ

সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের আগ্রাসী হামলায় নিহত ফিলিস্তিনিদের লাশ রাখার জায়গা নেই গাজার হাসপাতালের মর্গগুলোতে। বাধ্য হয়ে আইসক্রিম রাখার ফ্রিজে এখন লাশ সংরক্ষণ করছে স্থানীয় হাসপাতালগুলো।

শনিবার আল-জাজিরার এক খবরে বলা হয়েছে, গাজার একটি হাসপাতাল স্থানীয় কারখানার আইসক্রিম ট্রাকগুলোকে অস্থায়ী মর্গ হিসাবে ব্যবহার করছে। মর্গগুলোতে উপচে পড়া লাশ থাকায় এগুলো ব্যবহার করছে তারা।

আল-আকসা শহিদ হাসপাতালের ফরেনসিক প্যাথলজিস্ট ইয়াসির খাতাব শনিবার এক ভিডিওবার্তায় বলেন, ‘অতিরিক্ত লাশের জন্য জায়গা সঙ্কুলান করতে পারছে না গাজার দেইর আল বালাহ শহরের শহিদ হাসপাতালগুলো।’ কিছু লাশ সংগ্রহ করার আগে কয়েকদিন ধরে সংরক্ষণ করা হয় বলে জানান তিনি। গাজার আল-শিফা হাসপাতালের পরিস্থিতিও একই। মর্গে আর জায়গা দিতে না পেরে মাটিতে ফেলে রাখা হয়েছে সারি সারি লাশ।

ইয়াসির খাতাব আরও বলেন, ‘গাজা সংকটের মধ্যে রয়েছে। অঞ্চলটিতে এখন ত্রাণ সহায়তার প্রয়োজন।’ এ সময় তিনি মর্গের রেফ্রিজারেটর ও চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি কফিন ও লাশ রাখার বিভিন্ন সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.