ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ (জেসিআই) চেম্বারের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ড ক্রেডিট এবং প্রি-পেইড কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর শেরাটন হোটেলে কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া এবং ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার, কার্ড বিভাগ প্রধান তাসনীম হোসেন, কর্পোরেট সেলস ও অ্যালায়েন্স (কার্ডস) প্রধান মোঃ সানীমুল হকসহ অন্যান্যরা।
এছাড়া অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, বাংলাদেশে ব্রুনেই দারএসসালামের হাইকমিশনার হাজী হারিস বিন হাজী ওথমান, কানাডার হাইকমিশনার ডঃ লিলি নিকোলস, ভূতপূর্ব কেবিনেট সচিব কবির বিন আনোয়ার উপস্থিত ছিলেন।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.