চোটের কারণে হাসপাতালে গিয়েছিলেন সাকিব

আফগানিস্তানকে হারানোর পর বিশ্বকাপে টানা দুই ম্যাচে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। তবে এই হারের সঙ্গে সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তায়ও পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন তিনি। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি বাংলাদেশ দলপতি।

সাকিবের জায়গায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের সহকারী অধিনায়ক নিশ্চিত করেন, সাকিব দ্রুত সময়ের মধ্যে তার চোটের জন্য স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পর তার চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে।

সাকিবের চোট পাওয়া প্রসঙ্গে শান্ত বলেন, ‘ব্যাটিংয়ের সময় সাকিব ভাই চোট পেয়েছিলেন। এখনও চোটের অবস্থা বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে তিনি হাসপাতাছে আছেন, স্ক্যান করতে গিয়েছেন। রিপোর্ট আসার পরই আমরা নিশ্চিত হতে পারব চোটের অবস্থা কি।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় দলের দায়িত্ব পড়ে সাকিব ও মুশফিকুর রহিমের ওপর। কিন্তু দলকে বিপদ মুক্ত করে এই জুটি এগিয়েও নিয়ে যাচ্ছিলেন। তখনই বাধে বিপত্তি। দ্রুত রান নিতে গিয়ে পায়ে টান খান সাকিব। এরপর অবশ্য ব্যাথা নিয়ে ব্যাটিং চালিয়ে গেলেও আক্রমণাত্মক মনোভাবে রান তোলার চেষ্টায় ছিলেন সাকিব। লকি ফার্গুসনের বিপক্ষে চড়াও হতে গিয়ে ৪০ রানে টম ল্যাথামের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। এরপর ফিল্ডিংয়ে নেমে শুরু থেকে স্লিপে থাকতে দেখা যায় তাকে।

এদিন অবশ্য উইকেটের খোঁজে ব্যাথা নিয়ে বোলিংও করেছেন সাকিব। ১০ ওভার বোলিং করে এক উইকেট নিয়ে ৫৪ রান দেন তিনি। তবে দলের আর শেষ পর্যন্ত জেতা হয়নি। ৮ উইকেটে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.