প্রথম বলেই আউট লিটন

নিউজিল্যান্ডের বিপক্ষেও বাংলাদেশের শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই লিটন দাসকে হারিয়েছে দলটি। ইনিংসের প্রথম বলেই ট্রেন্ট বোল্টের বলে ক্যাচ তুলে দিয়ে শূন্যতে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। শুরুতেই উইকেট হারিয়ে বিপাকে টাইগাররা।

কিউইদের বিপক্ষে আজকের ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। শেখ মেহেদি হাসানের পরিবর্তে দলে প্রবেশ করেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর বাদ পড়েছিলেন তিনি। আজকের ম্যাচের ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট স্পিননির্ভর। স্পিনের সঙ্গে মাহমুদউল্লাহর ব্যাটিং মিলিয়ে দলে ভারসাম্য আনতেই এই পরিবর্তন।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.