হিজবুল্লাহর হামলায় ইসরাইলি সামরিক যান ধ্বংস, সেনা নিহত

লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরাইলের ‘আভিভিম’ উপশহরে একটি সাজোয়া যান ধ্বংস করেছে। ধারণা করা হচ্ছে ঐ সামরিক যানে থাকা সব ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে। ‘যেলদা’ টাইপের এই সামরিক যানে সাধারণত ৮ জন সেনা থাকে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা দু’টি গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে সাজোয়া যানটিকে পুরোপুরি ধ্বংস করতে সক্ষম হয়েছে। খবর- পার্সটুডের

এছাড়া, ইসরাইলের আল আরামাশা এলাকার একটি সামরিক ঘাঁটিতে লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে আল মায়াদিন টিভি চ্যানেল খবর দিয়েছে।

ইসরাইলি বাহিনী লেবানন সীমান্তের কয়েকটি পর্যবেক্ষণ টাওয়ারে হামলা চালানোর পর হিজবুল্লাহ পাল্টা আঘাত হানল। গাজায় ফিলিস্তিনিদের অভিযান শুরুর পর থেকেই লেবানন সীমান্তেও উত্তেজনা দেখা দিয়েছে। এ পর্যন্ত হিজবুল্লাহর অন্তত তিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, ইসরাইলের এক ডেপুটি কমান্ডারসহ কয়েকজন ইসরাইলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

ইসরাইলে টিভি চ্যানেল ‘ফোরটিন’ লেবানন থেকে ক্ষেপণাস্ত্র হামলার কথা স্বীকার করে বলেছে, তারা নিশ্চিত কয়েক জন ইসরাইলি সেনা নিহত হয়েছে, তবে সঠিক পরিসংখ্যান তাদের হাতে নেই।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.