অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরাইলের চলমান ভয়াবহ আগ্রাসনের প্রেক্ষাপটে সেখানে মানবিক বিপর্যয়ের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে ইরান। সেইসঙ্গে দখলদার শক্তি যেন আর কোনো অপরাধযজ্ঞ চালাতে এবং মানবাধিকার লঙ্ঘন করতে না পারে সেজন্য অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে লেখা এক চিঠিতে এ আহ্বান জানান। চিঠিতে তিনি গাজা উপত্যকার সর্বশেষ পরিস্থিতির পাশাপাশি গত সাত দশকেরও বেশি সময় ধরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলের অপরাধযজ্ঞের বিবরণ তুলে ধরেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের আজকের দুর্দশার জন্য আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে দায়ী করেন।
গুতেরেসকে লেখা চিঠিতে আমির-আব্দুল্লাহিয়ান বলেন, বিগত সাত দশক ধরে দখলদার ইসরাইল কোনো ধরনের আন্তর্জাতিক আইন ও রীতিনীতির প্রতি ভ্রুক্ষেপ না করে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ চালিয়ে এসেছে। আর এ কাজে পাশ্চাত্য তেল আবিবকে বাধা দেয়ার পরিবর্তে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলো ‘আল-আকসা তুফান’ নামের যে অভিযান চালাচ্ছে তা ইসরাইলের বিগত ৭৫ বছরের অপরাধযজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া ছাড়া আর কিছু নয়। ফিলিস্তিনিরা এই অভিযানের মাধ্যমে তাদের অধিকার রক্ষার ন্যুনতম প্রচেষ্টা চালিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলদার সরকারের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার ফিলিস্তিনিদের রয়েছে। পার্সটুডে
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.