বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের পরবর্তী ম্যাচটি খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষেই। ভেন্যু চেন্নাইয়ের এমএ চিদামবারাম স্টেডিয়াম। একই মাঠে আফগানিস্তানের বিপক্ষেও খেলবে নিউজিল্যান্ড। পরপর এই দুটো ম্যাচকে নিয়ে বেশ রোমাঞ্চিত কিউইরা।
এদিকে ভারতের চেন্নাইতে বরাবরই স্পিন বান্ধব উইকেটে খেলা হয়ে থাকে। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিয়মিত খেলার কারণে বাংলাদেশের ব্যাটাররাও এমন উইকেটে বেশ পারদর্শী। এমনটা জানা আছে কিউই ব্যাটার ড্যারিল মিচেলেরও। দুটো দলের স্পিন আক্রমণই বেশ দারুণ। সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, শেখ মেহেদীরা যেমন বাংলাদেশের হাতিয়ার তেমনি রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদদের ঘিরে স্বপ্ন বুনছে আফগানরা। আর দুই দলের স্পিনাররা অসাধারণ মানসম্পন্ন হওয়ায়, ব্যাটাররাও দারুণ।
এই কিউই ব্যাটার বলেন, ‘চেন্নাইতে টার্নিং উইকেটেই খেলা বেশি হয়ে থাকে। এখানে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ নিয়েই আমাদের খেলতে হবে। বাংলাদেশ এবং আফগানিস্তান- এমন উইকেটে দুটো দলই বিশ্বমানের। ব্যক্তিগতভাবে আমি খুবই রোমাঞ্চিত এই ম্যাচগুলোকে সামনে রেখে। কিছু চ্যালেঞ্জ থাকলেও আমরা চেষ্টা করব এই ম্যাচগুলো জিততে।’
বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচটি হবে আগামী ১৩ অক্টোবর। নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচটি হবে ১৮ অক্টোবর। বিশ্বকাপে এরই মাঝে দুটি ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। দুই ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.