বাসের ধাক্কায় লেগুনার চালকসহ নিহত ৪

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জে বাসের ধাক্কায় থেমে থাকা যাত্রীবাহী লেগুনার চালকসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। দুর্ঘটনার কারণে ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। এ সময় রাস্তার উভয় পাশে যানবাহনের লম্বা লাইন পড়ে যায়।

বুধবার (১১ অক্টোবর) মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের অদূরে ভাটবাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- লেগুনার চালক ভাটবাউর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (৩৪), আয়শাআবেদ ফাউন্ডেশনের কর্মী স্থানীয় বাগজান গ্রামের আব্দুস সালামের স্ত্রী হেনা আক্তার (৫০), একই গ্রামের সনসুর আলীর স্ত্রী মালেকা বেগম (৫৫) ও মানিকগঞ্জ শহরের মিষ্টির দোকানের কারিগর সদর উপজেলার দিঘী ইউনিয়নের মৃত পরশ চন্দ্র মহাদেব চন্দ্র মদক (৫২)।

আহতের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে। বাকি একজন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালটির আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. কাজী এ কে এম রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ শুকেন্দু বসু জানান, যাত্রী নামানোর জন্য সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লেগুনার পেছনে আকিজ গ্রুপের একটি স্টাফ বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনা খালে পড়ে গিয়ে চার জনের প্রাণহানি ঘটে। লেগুনাটি বানিয়াজুরী থেকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আসছিল।

ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত লেগুনাটি উদ্ধারকারী ক্রেন দিয়ে তোলা হয়েছে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.