পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দেশবন্ধু পলিমার তিন কোম্পানির সাথে একীভূত হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কারণে কোম্পানিটি আগামী ১৬ অক্টোবর বিকাল ৩টায় পর্ষদ সভা করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি পর্ষদ সভায় কোম্পানিগুলোর একীভূতকরণের বিষয়ে সম্ভব্য সমীক্ষা যাচাই করবে।
দেশবন্ধু পলিমার, দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ এবং দেশবন্ধু প্যাকেজিং লিমিটেডের সাথে একীভূত হবে। কোম্পানিগুলোর শেয়ার অধিগ্রহণের মাধ্যমে একীভূত হবে দেশবন্ধু পলিমার।
অর্থসূচক/এসএ/
মন্তব্যসমূহ বন্ধ করা হয়.