ইউনিয়ন ব্যাংকে ফাইনান্সিয়াল রিপোর্টিং আইনের উপর কর্মশালা

সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের পিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ও উক্ত আইনের ধারা সমূহ মেনে চলার পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ জেহাদ উদ্দিন এবং ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের প্রধান ও সিএফও ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন।

কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।

 

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.