বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান।
একাদশে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় শেখ মেহেদীকে খেলাচ্ছে বাংলাদেশ। এটাই একমাত্র পরিবর্তন। ইংল্যান্ডের হয়ে এই ম্যাচেও খেলছেন না স্টোকস। একাদশে নেই মঈন আলীও। তার পরিবর্তে খেলবেন পেসার রিস টপলি।
বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.