ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সংগঠন হামাসের সংঘর্ষের ভয়াবহ পরিস্থিতিতে গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। ভয়াবহ যুদ্ধের তৃতীয় দিনে এমন সিগ্ধান্ত নেয় দেশটি।
আজ (৯ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এক ভিডিও বার্তায় বলেন, ‘হামাস অধ্যুষিত গাজার সর্বাত্মক নিয়ন্ত্রণ নিতে সেখানে কোনো বিদ্যুৎ, খাবার, পানি ও গ্যাস থাকবে না—সব বন্ধ থাকবে’। খবর আল জাজিরা।
গ্যালান্ট ইসরায়েলের এই অবরোধকে বর্ণনা করেছেন ‘হিংস্র পশুর মতো’ মানুষের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে। তিনি বলেন, ‘আমরা গাজাকে পুরোপুরি অবরোধ করছি… বিদ্যুৎ নেই, খাবার নেই, পানি নেই, গ্যাস নেই— সবই বন্ধ আছে।’
ইসরায়েলের প্রধান সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি সাংবাদিকদের বলেছেন, সোমবার সকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেলেও ‘এখন সেখানে কোনো যুদ্ধ চলছে না’। সীমান্তবর্তী অঞ্চলের ‘নিয়ন্ত্রণ’ তাদের হাতেই আছে।
তিনি আরও বলেন, সীমান্ত পেরিয়ে ইসরায়েলে যাতে আর কোন হামাসের সদস্য প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করতে ট্যাংক ও ড্রোন মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার ২৪টির মধ্যে ১৫টি সম্প্রদায়ের সবাইকে নিরাপদ অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদেরও আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.