বাংলাদেশকে হুমকি মানছেন না বাটলার

কদিন আগে বাংলাদেশে এসে সিরিজ জিতে গেছে ইংল্যান্ড। এর আগে ২০১৬ সালেও মিরপুরে এসে সিরিজ জিতেছিল বাটলাররা। তবে বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ড-বাংলাদেশ লড়াই যেন একটু অন্যরকম। কারণ সবশেষ তিন বিশ্বকাপে ইংল্যান্ডকে বেশ ভুগিয়েছে বাংলাদেশ। তবুও ধর্মশালায় টাইগারদের হুমকি মনে করছেন না জস বাটলার।

বিশ্ব মঞ্চে সবশেষ তিন দেখার দুটিতেই জিতেছেন সাকিবরা। ২০১১ সালে বাংলাদেশের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিলেন সাকিবরা। ইংলিশদের বিপক্ষে জয় পেয়েছে ২০১৫ বিশ্বকাপেও। সেবার বাংলাদেশের কাছে হারায় কোয়ার্টার ফাইনালে খেলা হয়নি ইয়ন মরগানের দলকে। তবে গত বিশ্বকাপে দাপট দেখিয়েছে ইংলিশরা। বাংলাদেশকে হারিয়েছে নিজেদের মাটিতে, বিশ্বকাপের মঞ্চে। আরও একটি বিশ্বকাপের ম্যাচের আগে টেনে নিয়ে আসা হয়ে অতীতকে।

বাটলারের কাছে জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশকে হুমকি মনে করছেন কিনা, এমন প্রশ্নের জবাবে ইংল্যান্ডের অধিনায়ক বলেন, ‘না, না। কোনোমতেই নয়। বাংলাদেশের বিপক্ষে আমরা চমৎকার কিছু ম্যাচ খেলেছি। ওরা ভালো দল। আর আমরা যাদের বিপক্ষে খেলি, সবাইকে সম্মান করি। আর বিশ্বকাপে তো কঠিন প্রতিপক্ষই প্রত্যাশা করতে হবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে হারলেও ইংলিশ এই অধিনায়ক বলেন, ‘দুই দলেরই মাত্র একটা করে ম্যাচ শেষ হয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে, গত ম্যাচের চেয়ে আমরা ভালো দল। আগামীকাল ভালো খেলার অপেক্ষায় আছি।’

এর আগে বাংলাদেশকে খানিকটা হুমকি দিয়ে রেখেছেন লিয়াম লিভিংস্টোন। বছরখানেক ধরে ভিন্ন ধাঁচের ক্রিকেট খেলছে ইংল্যান্ড। লিভিংস্টোন বলেন, ‘একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার একটা বিষয় খুব ভালো যে যখন আমরা কোন ম্যাচ হেরে যাই তখন আমরা আরও বেশি আক্রমণাত্বক হয়ে যাই। মঙ্গলবারে আমাদের এমনটা করার সুযোগ আছে।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.