কাকরাইলে এসএ পরিবহনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানী ঢাকার কাকরাইলে এস এ পরিবহনের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট।

সোমবার সকালে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওয়্যারহাউস পরিদর্শক আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আজ সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আরও তিনটি ইউনিট পথে আছে।’

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এস এ পরিবহনের এক কর্মকর্তা বলেন, ঢাকাসহ সারাদেশে এখান থেকে পার্সেল ডেলিভারি হয়। সকালে কেবল এখানে গাড়ি থেকে পার্সেলগুলো নামানো হয়েছে। এর পরই আগুন লাগে। একটি গাড়িও পুড়ে গেছে। কি কারণে আগুন লেগেছে সেটা এখনো আমরা জানি না। ডেলিভারির জন্য আনা গার্মেন্টসের পণ্যসহ আরো নানা ধরনের পণ্য পুড়ে গেছে বলেও জানান তিনি।

যেসব পণ্য অক্ষত রয়েছে সেগুলো পরিবহনের কর্মীরা দ্রুত সরিয়ে নিয়েছেন। তিন তলা ভবনের নিচতলায় পণ্য রাখার কক্ষগুলোতে মূলত আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.