হামাসের অভিযান: নিখোঁজ ৭৫০ ইসরাইলি

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযানে সাড়ে ৭ শ’র বেশি ইসরাইলি নিখোঁজ রয়েছে। ইসরাইলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অপরদিকে ফিলিস্তিন আল-ইয়াওম ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে জানিয়েছে আল-আকসা তুফান অভিযানে শতাধিক ইসরাইলি সেনা আটক হয়েছে। গাজায় কারাবন্দী ওই গ্রেফতারকৃতদের মধ্যে পদস্থ সেনা কর্মকর্তাসহ কয়েকজন বেসামরিক ইসরাইলিও রয়েছে।

এদিকে রবিবার সকালে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা শহীদ ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দাহ ঘোষণা করেছেন ইসরায়েলি বন্দীদের সংখ্যা বেনিয়ামিন নেতানিয়াহুর কল্পনার চেয়েও অনেক বেশি।

ইসরাইলি গণমাধ্যম রিপোর্ট অনুযায়ী ফিলিস্তিনিদের অভিযানে অন্তত ৩০০ ইসরাইলি নিহত এবং ১ হাজার ৫৯০ জনেরও বেশি ইসরাইলি আহত হয়েছে। আহতদের মধ্যে ২৮৫ জনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে। নিহত সেনাদের মধ্যে নাহাল ব্রিগেডের কমান্ডার, কমিউনিকেশন ব্যাটালিয়নের কমান্ডার, ডেপুটি কমান্ডার, মাজলান ইউনিটসহ আরও দুই কমান্ডারও রয়েছে।

ইসরাইলি টিভি চ্যানেল-১৩ গাজার আশেপাশে ফিলিস্তিনিদের হাতে ২৬ ইসরাইলি সৈন্য ও অফিসার হত্যার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিলিস্তিনি সূত্র এই সংখ্যা অনেক বেশি বলে উল্লেখ করেছে। পার্সটুডে

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.