লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর ইসরাইলকে লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে। এর ফলে ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে গতকাল যে যুদ্ধ শুরু হয়েছে তাতে নতুন মোড় নেয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ইসরাইল অধিকৃত শেবা ফার্মের রাদার, জাবদিন এবং রুওয়াইসাত আল আলম লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে। দখলদার ইসরাইলিদের তিনটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর হাজ ইমাদ মুগনিয়া ইউনিট হামলায় জড়িত ছিল।
বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, ইসরাইলের দখলে থাকা আমাদের ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই হামলা চালানো হয়েছে।
এদিকে, ফিলিস্তিনের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, ইসরাইলের উত্তরাঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে মর্টারের শেল নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলি সেনারা বলেছে, লেবাননের যে এলাকা থেকে গোলাবর্ষণ করা হয়েছে সেই এলাকা লক্ষ্য করে ইসরাইলি সেনারা পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে। তাদের একটি ড্রোন থেকে শেবা ফার্মে হিজবুল্লার একটি অবস্থানে হামলা চালানো হয়। পার্সটুডে
Lebanon's Hezbollah has claimed responsibility for a rocket and artillery attack on Shebaa Farms, an area occupied by Israel, saying it was "in solidarity" with the Palestinian people.
In retaliation, Israel fired artillery into southern Lebanon pic.twitter.com/JtUUOXvtke
— TRT World (@trtworld) October 8, 2023
Media coverage: "Lebanon's Hezbollah claims responsibility for bombing 3 Israeli occupation sites with mortar shells in the occupied Shebaa Farms in southern Lebanon." pic.twitter.com/9lAzFwMnZL
— Quds News Network (@QudsNen) October 8, 2023
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.