আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পের ঘটনায় শতাধিক লোক নিহত হয়েছে। হতাহতদের সন্ধান ও উদ্ধারে অভিযান চলছে। জাতিসংঘ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। খবর- আল জাজিরার
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, ভূমিকম্পে ১০০ জানের বেশি মারা গেছে এবং আহত হয়েছে ৫০০ জনের বেশি।
তবে, আফগানিস্তানে জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কেন্দ্র (ওসিএইচএ) অসমর্থিত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পে ৩২০ জন মানুষ প্রাণ হারিয়েছে।
এদিকে আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র মোহাম্মদ আব্দুল্লাহ জান জানান, হেরাত প্রদেশের জেন্ডা জেলার চারটি গ্রামের বাড়িঘর ভূমিকম্প ও আফটার শকের কারণে ধ্বংস হয়ে গেছে। এছাড়া ফারাহ ও বাদঘিস প্রদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
গতকালের ভূমিকম্পে রাতভর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধারের চেষ্টা চালিয়েছেন নিখোঁজদের স্বজন ও স্থানীয়রা।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, পশ্চিম আফগানিস্তানের সবচেয়ে বড় শহর হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে এবারের ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পের পরপরই অন্তত আটবার পুনরায় কেঁপে ওঠে ওই এলাকা। এগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৩ থেকে ৬ দশমিক ৩-এর মধ্যে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.