যথেষ্ট হয়েছে, আর নয়: হামাস

ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে হামাস। এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজারেরও বেশি রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় ২২ ইসরায়েলি নিহত হয়েছে।

এ ছাড়া ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামাসের হামলায় প্রায় ৫৪৫ ইসরায়েলি আহত হয়েছে। অনেক ইসরায়েলিকে গাজায় বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে বলেও অসমর্থিত খবর রয়েছে। জবাবে গাজায় লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল ‘যুদ্ধরত’ বলে প্রতিজ্ঞা করেছে, গাজার শাসক হামাসকে ‘এমন মূল্য দিতে হবে, যা তারা কখনো জানে না’।

গাজা থেকে রকেট নিক্ষেপ করায় বিদ্রোহীরা ভোরের পরপরই ঘেরের বেড়া অতিক্রম করে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কয়েক ডজন যুদ্ধবিমান গাজায় হামাসের ঘাঁটিতে বিমান হামলা চালাচ্ছে এবং তারা কয়েক হাজার সংরক্ষিত সেনাকে একত্র করেছে।

একটি ভিডিওতে একই স্বাধীনতাকামীরা গাজা থেকে মাত্র ১.৬ কিলোমিটার দূরে শহরের রাস্তায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলি করছে বলে মনে হচ্ছে।

ফিলিস্তিনি গণমাধ্যমেও অসমর্থিত প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করেছে। গাজায় ফিলিস্তিনিদের ইসরায়েলি সামরিক যান চালানোর ফুটেজও প্রচারিত হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের দিকে এখন পর্যন্ত আড়াই হাজারেরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিওতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি সামরিক যান জব্দ করে তা গাজার দিকে নিয়ে যাচ্ছে। এছাড়া প্রায় ৪০ জনের মতো ইসরায়েলি সেনাকে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনি যোদ্ধারা। এই অভিযানে হামাসের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের আরেক স্বাধীনতাকামী সংগঠন ইসলামিক জিহাদ।

দ্য টাইমস অব ইসরায়েলর এক প্রতিবেদনে বলা হয়, সশস্ত্র বাহিনীর প্রধান পরিস্থিতির মূল্যায়ন করে পাল্টা অভিযানের পরিকল্পনা সাজাচ্ছেন। সশস্ত্র বাহিনী বলছে, হামাসকে এ ঘটনার দায় এবং পরিণতি বহন করতে হবে।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুধু রকেট হামলাই নয়, হামাসের যোদ্ধারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে প্রবেশও করেছে। হামলায় এক ইসরায়েলি নারীও নিহত হয়েছেন।

এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করে হামাসের সশস্ত্র শাখা আল-ক্বাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ বলেছেন, ‘যথেষ্ট হয়েছে, আর নয়। আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে ৫ হাজার রকেট হামলা চালিয়েছি।’

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.