দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল: ত্রাণ প্রতিমন্ত্রী

দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, দেশের এখন সামর্থ আছে। সরকার ক্ষতিগ্রস্থ মানুষদের জন্য শতভাগ ত্রাণ নিশ্চিত করছে।

মন্ত্রী জানান, সরকার ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। নিরাপদ পানি ও খাবারের ব্যবস্থা, স্যানিটেশন সকল দিক দিয়ে সাহায্য করা হয় ক্ষতিগ্রস্থ মানুষদের। বর্তমানে ৪০ লাখ স্বেচ্ছাসেবী মাঠ পর্যায়ে দূর্যোগ কবলিত মানুষদের জন্য কাজ করছে। এছাড়া দূর্যোগ মোকাবেলায় লোকাল লিডারদের ভূমিকা অতুলনীয়। দূর্যোগে তারাই সবার আগে সাহায্য করে ।

আজ বুধবার (৪ অক্টোবর) ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশ পর্যটন করপোরেশনের শৈলপ্রপাত মিলনায়তনে দিনব্যাপী ‘দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় নেতৃত্ব’ শীর্ষক এক ‘মার্কেট সিম্পোজিয়াম’র আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের এখন সামর্থ আছে। সরকার ক্ষতিগ্রস্থ মানুষদের শতভাগ ত্রাণ নিশ্চিত করেছে। কিছু মানুষ আছে যাদের পরিস্থিতর শিকার হয়ে ত্রাণ নিতে হচ্ছে কিন্তু জনসম্মুখে আসতে সংকোচবোধ করে তাদের জন্য ৯৯৯ এ কল করে ত্রাণ নেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

১৯৭০ সালের ১২ নভেম্বর ঘূর্ণিঝড়ের কথা স্মরণ করে তিনি বলেন, তখন লাখ লাখ মানুষ মারা গেছে। মানুষের নিরাপত্তার জন্য কোনো ব্যবস্থা ছিল না সেই তুলনায় এখন মানুষ সকল ধরনের সাহায্য সহযোগিতা পাচ্ছে। আগে বন্যার সময় নিরাপদ পানির অভাবে বিভন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যেত শত শত মানুষ। এখন নিরাপদ পানির অভাব হয় না। এছাড়া দূর্যোগ মোকাবেলায় সরকার ত্রাণ মন্ত্রণালয়কে আড়াই হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে, সেখান থেকে লোকাল লিডার ও সেচ্ছাসেবীদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হবে।

‘মার্কেট সিম্পোজিয়াম ২০২৩’ এর উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা স্কুল অব ইকোনোমিক্স ও খাদ্য অধিকার বাংলাদেশ’র চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবা নাসরীন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মিজানুর রহমান। আয়োজকদের পক্ষে বক্তব্য দেন মহসিন আলী, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, ওয়েভ ফাউন্ডেশন ও উন্নয়ন সহযোগীর পক্ষে বক্তব্য দেন মো. আতোয়ার রহমান, হেড অব হিউম্যানিটারিয়ান অ্যাকশন এন্ড ডিজাস্টার রেজিলিয়েন্স, অক্সফ্যাম বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রবন্ধ আলোচনা করেন ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক, মার্কেটিং বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয়ভাবে নেতৃত্ব প্রদানকারী বিভিন্ন পক্ষের প্রতিনিধিসহ অন্যান্য অংশীজন।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন স্থানীয় পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং সর্বজনীন মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বহুমুখী কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইস্যুভিত্তিক পলিসি এডভোকেসি ও ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা করে থাকে। সাম্প্রতিককালে অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় জলবায়ু ঝুঁকিতে থাকা লক্ষিত জনগোষ্ঠীর সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে, বিশেষ করে নারী ও যুব সম্প্রদায়ের দুর্যোগ ঝুঁকি হ্রাসে প্রস্তুতি গ্রহণ ও যুব নেতৃত্ব বিকাশের মাধ্যমে জলবায়ু ঘাত-সহিষ্ণু কমিউনিটি তৈরি করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এশিয়া কমিউনিটির দুর্যোগ প্রস্তুতি এবং রূপান্তর’ কর্মসূচি বাস্তবায়ন করছে।

অর্থসূচক/এইচএআই/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.